আবারও চেক বাউন্স, টাকা না পাওয়ার শঙ্কায় রাজশাহীর ক্রিকেটাররা
‘অল ইজ ওয়েল’ বলিউডের অন্যতম সেরা থ্রি ইডিয়টসে আমির খানের জনপ্রিয় ডায়লগ এটি। একটু বিপাকে পড়লে সবসময় এমনটা নিজে বলতেন এবং অন্যদেরও বলতে উৎসাহিত করতেন তিনি। সিনেমার বেশ কয়েকটি দৃশ্যে এটা বলে স্বস্তি কিংবা পারও পেয়েছেন র্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোর বা সংক্ষেপে ‘র্যাঞ্চো’ চরিত্রে অভিনয় করা আমির।