কথা রাখলেন না লিটনরা
প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের জয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৯ উইকেটে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে চলমান সিরিজে বাংলাদেশ বেশি ভালো পারফরম্যান্স করছে নাকি নেদারল্যান্ডসই বেশি খারাপ করছে। বোলিংয়ে কাজটা করে দিয়েছিলেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানরা। ব্যাটিংয়ে ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে বাংলাদেষের জয় নিশ্চিত করেছেন তানজিদ হাসান তামিম। ম্যাচসেরা হওয়ায় স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁহাতি এই ওপেনার।