শিশুদের জন্য চিটাগং নিয়ে আসছে ‘চিটাগং কিংস কিডস ক্লাব’
আইপিএলকে ঘিরে ক্রিকেটার থেকে সমর্থক উন্মাদনার কমতি থাকে না কারও মাঝেই। মাঠের ক্রিকেটে দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চােইজি লিগ বলা হয়ে থাকে আইপিএলকে। তবে ক্রিকেটের বাইরেও নানা আয়োজনে সবকিছুকে ছাপিয়ে যায় তারা। আইপিএল কমিটির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের কার্যক্রমে সবাইকে চমকে দিয়েছেন ক্রমশই। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের আলাপ করিয়ে দেয়া, নিজস্ব সঞ্চালক, পডকাস্টসহ নানারকম আয়োজন করে থাকেন ফ্র্যাঞ্চাইজিরা।
16 Dec 24,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক