‘জিতলে মাথায় তুলে নাচি, খারাপ খেললে লাথি’
দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়ন বধ। দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের পর দেশের পত্রিকা কিংবা অনলাইন নিউজ পোর্টালগুলোর লিড নিউজগুলো ছেয়ে গেছে এমন শিরোনামে। সাকিব আল হাসানের নেতৃত্বে চট্টগ্রামে দেখা মিলেছে নতুন এক বাংলাদেশের। যে দলটার বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ে দাপট দেখানোর মানসিকতায় খুশি দেশের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে বোর্ড কর্তারা।
13 Mar 23,
মমিনুল ইসলাম