চমক দিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্কটল্যান্ড দল
স্কটল্যান্ড দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে। বিকল্প হিসেবে যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। আসন্ন এই বিশ্ব আসরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্কটিশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লাহ ইহসান।

স্কটল্যান্ড দলে একমাত্র অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার জাইনুল্লাহ। গত মাসেই স্কটল্যান্ড দলের দায়িত্ব নিয়েছেন প্রধান কোচ য়েন ডকিন্স। এবারই প্রথমবারের মতো তার অধীনে খেলার জন্য দল ঘোষণা করেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে সুযোগ পেয়েছেন নিয়মিত খেলা ক্রিকেটারদের প্রায় সবাই।

​জাইনুল্লাহকে বিশ্বকাপ দলে সুযোগ দেয়া প্রসঙ্গে স্কটল্যান্ডের পারফরম্যান্স প্রধান স্টিভ স্নেল বলেন, 'জাইনুল্লাহর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। যুব দল কিংবা 'এ' দলের হয়ে খেলার সময় সে তার গতির বৈচিত্র্য দিয়ে আমাদের মুগ্ধ করেছে। তার প্রথম আন্তর্জাতিক সফরে সে কেমন করে, তা দেখতে আমরা মুখিয়ে আছি।'

​রিচি বেরিংটনের নেতৃত্বে বিশ্বকাপে খেলতে চলেছে স্কটিশরা। ২০২৪ বিশ্বকাপের ১১ জন ক্রিকেটার আছেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন টম ব্রুস, ফিনলে ম্যাকক্রেথ এবং অলিভার ডেভিডসন।

স্কটল্যান্ডের বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে কোচ ডাকিন্স বলেন, 'গত ৪৮ ঘণ্টা আমাদের জন্য ঝড়ের মতো কেটেছে। বিশ্বকাপ খেলার খবর পাওয়ার পর থেকে আমাদের সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রা সবকিছু গুছিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পেলেও আমাদের খেলোয়াড়রা মাঠে প্রভাব ফেলতে প্রস্তুত।'

​স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড:

রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রেথ, ব্রেন্ডন ম্যাকমালেন, জর্জ মানসি, সাফিয়ান শরীফ, মার্ক ওয়াট ও ব্র্যাডলি হুইল।

রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন ও জ্যাক জার্ভিস।

অতিরিক্ত রিজার্ভ: ম্যাকেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড ও চার্লি টেয়ার।

আরো পড়ুন: