বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বলছে ভারত সরকার
পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এসব নিয়ে এখনই কোন মন্তব্য করতে চায় না ভারতীয় সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানালেই কেবল প্রতিক্রিয়া দেখাবে তারা। সেই সঙ্গে এও জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া কিংবা না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের।