আমাদের কাজ দল নির্বাচন করা, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির সমালোচনা করেছেন মহসিন নাকভি। পাশাপাশি সরকার চাইলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পিসিবির চেয়ারম্যান। মহসিনের এমন মন্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। আকিব জাভেদ জানান, নির্বাচক হিসেবে তারা তাদের কাজটা করেছেন। পিসিবির নির্বাচক দলের সদস্যের মতে, বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।