ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, দরকার ৫ উইকেট
আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতার অপেক্ষায় বাংলাদেশ দল। ম্যাচ জিততে শেষ দুই দিনে টাইগারদের দরকার ছয় উইকেট। মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হকরা ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি মিস করলেও ম্যাজিকাল ফিগারটি ঠিকই স্পর্শ করেন নাজমুল হোসেন শান্ত। সঙ্গে লিটন দাসের ওয়ানডে মেজাজে খেলা হাফ সেঞ্চুরিতে আট উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ৮৬ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংস পরাজয় এড়াতে এখনো ২১৫ রান দরকার তাদের।