দলের জন্য চারে খেলতে আপত্তি নেই ইমনের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে চারে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। এমনিতে টপ অর্ডার ব্যাটার হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেদিনই প্রথম চার নম্বরে ব্যাটিং করেছিলেন তিনি। বিশ্বকাপ ভাবনায় ভিন্ন ভূমিকার স্বাদ দিতেই সেদিন ইমনকে চারে ব্যাটিং করিয়েছিলেন লিটন দাস, ফিল সিমন্সরা। বিপিএলেও একই ভূমিকায় ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ইমন। বিপিএলের উদ্বোধনী ম্যাচেই খেলেছেন চার নম্বরে।