মুস্তাফিজকে মিস করবেন সিমন্স
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। স্কোয়াডে থাকায় দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা শেষেই পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাঁহাতি পেসারের। তবে আইপিএলে পাওয়া চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। পুরো সিরিজে তারকা পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন ফিল সিমন্স।