প্লে-অফে বরিশাল, সিলেটের বিদায়
পাওয়ার প্লে’র শেষ ওভারে প্রথমবার বোলিংয়ে এসেছিলেন ফাহিম আশরাফ। নিজের তৃতীয় বলেই রনি তালুকদারকে ফিরিয়েছিলেন ডানহাতি এই পেসার। একই ওভারে কাদিম অ্যালিইনের উইকেটও তুলে নেন তিনি। নিজের প্রথম ওভারে ২ উইকেট নেয়া ফাহিম পরের ওভারে নাহিদুল ইসলামকে ফিরিয়েছেন। তৃতীয় ওভারে পাকিস্তানের পেসারের শিকার সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক।
26 Jan 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক