বাংলাদেশের জন্য গ্রুপ পরিবর্তন না হওয়ায় আয়ারল্যান্ড কোচের স্বস্তি
লজিস্টিক ঝামেলা কমাতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে গ্রুপ অদলবদলের আলোচনা করে আইসিসি ও বিসিবি। যদিও সেই আলোচনা খুব বেশি দূর এগোয়নি। বিসিবির সঙ্গে আলোচনা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন হবে না, আয়ারল্যান্ডকে এমন আশ্বাস দেয় আইসিসি। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেয়ায় গ্রুপ পরিবর্তনের প্রয়োজন হয়নি। বাংলাদেশের চাওয়ায় গ্রুপ পরিবর্তন না হওয়ায় স্বস্তি হেনরিখ মালানের। আয়ারল্যান্ডের প্রধান কোচ জানান, শ্রীলঙ্কার কন্ডিশনের কথা মাথায় রেখেই তারা বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছেন।