শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পবন, বাদ পড়লেন কামিন্দু
জাতীয় দলের হয়ে খেলা তিন ওয়ানডেতে সাতে ব্যাটিং করেছিলেন পবন রত্নায়েকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চারে খেলানো হয় তাকে। চারে নেমে ব্যাট হাতে বাজিমাত করেছিলেন পবন। শ্রীলঙ্কাকে জেতাতে না পারলেও ১১৫ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি দলেও ফিরেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে পবনকে।