টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে অবসর ভেঙে ফিরলেন মঈন
বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াতে ইংলিশ কাউন্টি থেকে অবসর নিয়েছিলেন মঈন আলী। তবে এক বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর আবারও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি ব্লাস্টের আগামী মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে খেলতে অবসর ভেঙে ফিরছেন মঈন। তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইয়র্কশায়ার।