টানা ৪ ম্যাচ হারলেও হৃদয় বলছেন ‘দলটা ভালো ছিল, ভালোই আছে’
টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের জয়-পরাজয়ের পাল্লায় এখন পরাজয়ই বেশি। তারপরও তাওহীদ হৃদয় যেন উন্নতির দিকটাই বেশি স্পষ্ট দেখছেন। তার মতে, দল ইতোমধ্যেী বেশ থিতু হয়ে গেছে, আর মোমেন্টাম পেলেই আবার জয়ের ধারায় ফিরতে পারবে বাংলাদেশ।