লাহোরে ড্যারিল মিচেলের বদলি সাকিব
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। একদিন আগেই এমন খবর প্রকাশ করে ক্রিকফ্রেঞ্জি। এবার জানা গেছে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।