‘বড় নাম থাকলেও সবাইকে দায়িত্ব নিতে হবে’
সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের চলতি আসরে উড়ছিল রংপুর রাইডার্স। তবে সবশেষ দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে হেরেছে ফ্র্যাঞ্চাইজি। কাগজে-কলমে টুর্নামেন্টের সেরা দল হলেও মাঠের ক্রিকেটে পুরোপুরি সেটার ছাপ রাখতে পারছে না তারা। নুরুল হাসান সোহান মনে করেন, দলে অনেকগুলো বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।