২৫ হাজার ডলার খরচে দুবাই থেকে আনা হচ্ছে বিপিএল ট্রফি
বিপিএল তখনো শুরু হয়নি! উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচের আগের দিন স্বাভাবিকভাবেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে প্রেস কনফারেন্স কক্ষে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। বিজ্ঞাপন বোর্ড না দেখতে পেয়ে পরে রাজশাহীর বাসের সামনে দাঁড়িয়ে কথা বলেন বাঁহাতি এই ব্যাটার। টুর্নামেন্ট শুরুর আগের দিনের নানান ঘটনা প্রবাহে অধিনায়কদের নিয়ে ফটোসেশন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।