খুব বেশি ওয়ানডে খেলিনি, এজন্য চাপে ছিলাম: বরুণ
ওয়ানডে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছেন বরুণ চক্রবর্তী। আর তাতেই রীতিমতো বাজিমাত করলেন এই রহস্য স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রান খরচায় নিলেন পাঁচ উইকেট, হলেন ম্যাচসেরাও। ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতা না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে অবশ্য বেশ চাপে ছিলেন বরুণ।