গিলের আরেকটি সেঞ্চুরি, জয়সাওয়ালের ৮৭ রানে তিনশ পার ভারতের
৯৪ রানে থাকা শুভমান গিল জো রুটকে পরপর দুটি বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছান। সেঞ্চুরি উদযাপনে হেলমেট খুলে হুঙ্কার ছাড়েন ভারতের নব্য টেস্ট অধিনায়ক। নেতৃত্ব পাওয়ার পর তার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে এজবাস্টন টেস্টের প্রথম দিনেই তিনশ পেরিয়ে গেছে ভারত।