তিন প্রশ্নের উত্তর চেয়ে আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিবি
প্রয়োজনীয় বিস্তারিত তথ্য না থাকায় মুস্তাফিজুর রহমান আইপিএল ইস্যু ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে মন্তব্য করতে চাননি আমিনুল ইসলাম বুলবুল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে আইসিসিতে যোগাযোগ করবেন। বোর্ড পরিচালকদের আলোচনার পর আইসিসিতে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।