গ্রুপ অব ডেথে ত্রিমুখী লড়াই
৫০—সবশেষ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার দলীয় রানের সংখ্যা। আপনি যদি বছর দুয়েক আগের কথা ভুলে যান তবে খানিকটা ভ্যাবাচ্যাকা খেতেই পারেন। ফাইনালের মতো মঞ্চে কোনো দল ৫০ রানে অল আউট হয় কিনা সেটা নিয়েও সংশয়ের জায়গা থাকতে পারে। এসব নিয়ে সংশয় থাকলেও সত্যটা হচ্ছে এশিয়া কাপের সবশেষ আসরের ফাইনালিস্ট একটা দলের নাম শ্রীলঙ্কা। পুরনো ব্যর্থতা কাটিয়ে নতুন ছন্দে জেগে ওঠা লঙ্কানরা ‘বি’ গ্রুপে আছে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে।