হেডের সেঞ্চুরি, বড় লিডের পথে ছুটছে অস্ট্রেলিয়া
জফরা আর্চারের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকফুটে গিয়ে কাট করলেন ট্রাভিস হেড। গালিতে দাঁড়িয়ে থাকা হ্যারি ব্রুক পর্যন্ত বলও পৌঁছাল। হাতে ক্যাচ পেলেও সেটা লুফে নিতে পারলেন না ব্রুক। সেঞ্চুরির ঠিক আগে ৯৯ রানে জীবন পেয়ে আর থামলেন না হেড। পরের ওভারে জো রুটের বলে লং অফের উপর দিয়ে চার মেরে সেঞ্চুরি পূরণ করলেন বাঁহাতি এই ব্যাটার। হেডের সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন অ্যালেক্স ক্যারি। তাদের দুজনের ব্যাটেই ইংল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।