আইসিসির জবাবের অপেক্ষায় বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা নিয়ে আইসিসির সঙ্গে মেইল চালাচালি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান আইসিসির কাছ থেকে তারা তিনটি পর্যবেক্ষণ পেয়েছেন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিসিবি একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা এখনও আইসিসির জবাবের অপেক্ষায় আছেন বলে জানিয়েছে।