ম্যাক্সওয়েলের ঝড়ো ইনিংসে নাটকীয় ম্যাচ জিতে সিরিজ অস্ট্রেলিয়া
কেয়ার্নসে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ১-১ সমতায় ছিল দুই দলই। ফলে আগেই থেকেই নিশ্চিত ছিল যে দল শেষ ম্যাচ জিততে সেই দলেরই সিরিজ। সিরিজ নির্ধারণী এমন ম্যাচেই ১ বল হাতে রেখে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।