‘কোহলির কাউকে প্রমাণের কিছু নেই’
একটা সময় প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়ানো বিরাট কোহলি যেন রান করতেই ভুলে গেছেন। সবশেষ কয়েক বছরে সামর্থ্যের ছিঁটেফোঁটাও করে দেখাতে পারছে না ব্যাটিংয়ে। ছন্দে না থাকা ডানহাতি ব্যাটারকে নিয়ে তাই বারংবার প্রশ্ন উঠছে। সৌরভ গাঙ্গুলি অবশ্য ভারতের সাবেক অধিনায়কের হয়ে ব্যাট ধরছেন। বিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান গাঙ্গুলি মনে করেন, কোহলির কাউকে প্রমাণের কিছু নেই।
22 Feb 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক