promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, থাকছে অত্যাধুনিক স্নাইপার

চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানের, পিসিবি
চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে পাকিস্তানে। স্বাগতিক হিসেবে পাকিস্তানের সামনে আছে বড় চ্যালেঞ্জ। ২৯ বছর পর পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। যদিও নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তানে যাচ্ছে না ভারত। তারা নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইতে। তবে বাকি দলগুলোর সবাই খেলবে পাকিস্তানে।

promotional_ad

তাই তাদের নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ১২ হাজারের বেশি পুলিশ। এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দেশি-বিদেশি ক্রিকেটার, কর্মকর্তা ও খেলা দেখতে আসা দর্শকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চায় পাকিস্তান।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৩ ঘন্টা আগে
আইসিসি

বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার। লাহোরেই ৮ হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন। সঙ্গে থাকবে ১২জন সিনিয়র অফিসারও। এর বাইরে ৩৯জন ডিএসপি, ৮৬জন পরিদর্শক, ৭০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ জন কনস্টেবল এবং ১২৯ জন নারী পুলিশ থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায়।



promotional_ad

রাওয়ালপিন্ডিতে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য থাকবে। সেখানে ৬ জন সিনিয়র অফিসারের সঙ্গে ১৫ জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য থাকবেন। নিরাপত্তার জন্য ডলফিন স্কোয়াড, পুলিশ রেসপন্স ইউনিট ও এলিট ফোর্সের দলগুলো টহল দেবে। সেখানে নিরাপত্তায় নিয়জিতদের হাতে থাকবে অত্যাধুনিক স্নাইপারও।


আরো পড়ুন

ভুলে ভারতের জাতীয় সংগীত বাজানোয় আইসিসির কাছে ব্যাখ্যা চায় পাকিস্তান

১১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ভারতের জাতীয় সংগীত ছাড়ে আইসিসি, ফাইল ফটো

এরই মধ্যে ক্রিকেটারদের হোটেল, যাতায়াতের পথ ও স্টেডিয়ামের আশপাশে সার্চ, সুইপ, কম্বিং ও গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে। ম্যাচ চলাকালীনওও স্টেডিয়ামের আশপাশ থেকে শুরু করে টিম হোটেল ও খেলোয়াড়দের যাতায়াতের রাস্তায় অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা লাগানো হয়েছে। যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি করবে পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball