গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ফরচুন বরিশালের রিশাদ হোসেন। ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ রংপুরের হয়ে গায়ানায় খেলতে গিয়ে ডানহাতি লেগ স্পিনারের কপাল খুলেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা জানিয়েছেন, জিএসএলে প্রথম দেখাতেই রিশাদকে মনে ধরে তাদের। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স ও বরিশালের হয়ে শাহীন আফ্রিদির সঙ্গে খেলা বিবেচনায় নিয়ে রিশাদকে দলে নিয়েছে লাহোর।
18 Jan 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক