চিটাগং কিংসের কাছে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা পাওনা বিসিবির

বিপিএলের প্রথম দুই আসরে খেললেও ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং কিংস। এক দশকের বেশি সময় পর বিপিএলে ফিরে ফাইনাল খেলা চিটাগংয়ের বিরুদ্ধে আবারও প্রায় একই অভিযোগ এসেছে। ক্রিকেটারদের ও কোচিং স্টাফের পারিশ্রমিক না দেয়ার সঙ্গে হোটেল ভাড়াও বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বেশ কয়েকটি খাতে বিসিবি নিজেদের পকেট থেকে টাকা দিলেও সেটা আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে। চিটাগংয়ের কাছ থেকে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে বিসিবি।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক