২০১৬ সালের পর টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন কারুন নায়ার

ওভালের বৃষ্টি ও ভারতের বিপর্যয় সামলে ৩১৪৯ দিন পর নায়ারের হাফ সেঞ্চুরি

মেঘলা আকাশের সঙ্গে ওভালের সবুজাভ উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবেন সেটা প্রত্যাশিতই ছিল। ইংল্যান্ডের অধিনায়ক ওলি পোপও তাই টস জিতে বোলিং নিতে একটুও দেরি করলেন না। গতি, সুইং এবং সিম মুভমেন্ট কাজে লাগিয়ে ভারতের ব্যাটিং অর্ডারকে রীতিমতো চেপে ধরলেন জশ টাং, গাস অ্যাটকিনসরা। পুরো সফর জুড়েই ব্যাটিংয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করা লোকেশ রাহুল, শুভমান গিল, রবীন্দ্র জাদেজাদের কেউই দাঁড়াতে পারলেন না ইংলিশ পেসারদের সামনে। তবে সাই সুদর্শন, কারুন নায়ার, ওয়াশিংটন সুন্দররা মিলে শেষ বেলায় একটু স্বস্তি এনে দিয়েছেন ভারতকে। হাফ সেঞ্চুরিয়ান নায়ারের সঙ্গে দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন ওয়াশিংটন। সারাদিনের কয়েক দফায় বৃষ্টি শেষে প্রথম দিনে ৬৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছে সফরকারীরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক