যখন ক্রিকেট শুরু করেছি তখন থেকেই পরীক্ষা দিচ্ছি, ভবিষ্যতেও দিতে হবে: সোহান

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচের পর টি-টোয়েন্টি সংস্করণেও খুলনা বিভাগের জার্সিতে ব্যাট হাতে ছন্দে ছিলেন নুুরুল হাসান সোহান। পরবর্তী সময়ে বিপিএল কিংবা ডিপিএলের মতো টুর্নামেন্টেও হেসেছে ডানহাতি উইকেটকিপার ব্যাটারের ব্যাট। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে ভালো খেলা সোহান ডিপিএলে ১১ ম্যাচে ৫১২ রান করেছিলেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে। এ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সাদা পোশাকে ও একদিনের ম্যাচেও সেঞ্চুরি আছে সোহানের। ঘরোয়াতে একের পর এক টুর্নামেন্টে রানের বন্যা বইয়ে দেয়া সোহানের ব্যাটে রান এসেছে বিসিবির প্রস্তুতি ম্যাচেও।
ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট