জাকেরের আউটের চেয়ে নিজের ক্র্যাম্পকে বেশি দুর্ভাগ্যের মানছেন হৃদয়
মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেলের বোলিং তোপে ৮.৩ ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। এমন জায়গায় দাঁড়িয়ে ভারতীয় পেসার, স্পিনারদের বিপক্ষে লড়াই করলেন, বাংলাদেশকে পথও দেখালেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। সহজাত ব্যাটিং ‘ভুলে’ জুটি গড়ায় মন দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন তারা দুজন। হাফ সেঞ্চুরি পেয়েছেন, জুটির দেড়শও ছুঁয়েছেন জাকের ও হৃদয়।
20 Feb 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক