‘কোহলির মতো না হলেও পাকিস্তানে বাবরের চেয়ে ভালো কেউ নেই’
ছন্দে না থাকলেও পাকিস্তানকে পেলেই যেন জ্বলে উঠেন বিরাট কোহলি। বাবর আজমের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। সারা বছর ব্যাট হাতে রানের ফোয়ারা ছুঁটালেও ভারতের বিপক্ষে যেন নিজেকে হারিয়ে খোঁজেন। তবুও বর্তমান সময়ের সেরা ব্যাটারের বিবেচনায় কোহলির পাশেই বাবরকে রাখেন পাকিস্তানের সমর্থকরা। সালমান বাট অবশ্য বাবরকে কোহলির সমমানের মনে করেন না। তবে ছন্দে না থাকা বাবরের হয়ে ব্যাট ধরে সালমান এটাও মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানে ডানহাতি এই ব্যাটারের চেয়ে ভালো কেউও নেই।
28 Feb 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক