সংগৃহীত

রাদারফোর্ডের সেঞ্চুরিতে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে টানা ১১ ওয়ানডেতে হারের হতাশা নিয়ে ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। রান প্রসবা হিসেব সেন্ট কিটসের এই মাঠের সুনাম আছে। বাংলাদেশও আগে ব্যাট করে ২৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। কিন্তু শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়রা। রাদারফোর্ড পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর তাতেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের এই এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড । এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতছিল স্বাগতিকরাই।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক