কেবল ৩০ মিনিট উইকেটে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে গল টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। যদিও কলম্বো টেস্টে কোনো নিবেদনই দেখাতে পারেনি বাংলাদেশ। পিছিয়ে থেকে চতুর্থ দিন ন‍্যুনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। দলের ব্যাটাররা কেবল ৩০ মিনিট উইকেটে ছিলেন। ফলে সফরকারীদের ইনিংস এবং ৭৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে দুই ম্যাচ সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কদিন ধরে উদযাপন করছে টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। এর মধ্যেই এলো টেস্ট ক্রিকেটে ২২তম ইনিংস ব্যবধানের হার।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক