সেঞ্চুরির পথে আমির জুঙ্গু, সংগৃহীত

জুঙ্গুর সেঞ্চুরিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ

তানজিদ হাসান তামিম- লিটন দাসের বিদায়ে শুরুটা হয়েছিল ভয়ঙ্কর। এরপর সৌম্য সরকার- মেহেদী হাসান মিরাজ মিলে বেঁধে দেন বড় সংগ্রহের সুর। মাঝে আফিফ হোসেন ব্যর্থ হলেও মাহমুদউল্লাহ রিয়াদ- জাকের আলীর স্বপ্নের মতো ফিনিশিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেটে ৩২১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু এই সংগ্রহকে মামুলি বানিয়ে চার উইকেটে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ। আমির জুঙ্গুর সেঞ্চুরি ও কেসি কার্টির ৯৫ রানের ইনিংসে শেষ ম্যাচটি জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়ানরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক