promotional_ad

দেশের চেয়ে কর্তব্য বড় ম্যাককালামের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি

১ মে ২৫
ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে খোশগল্পে মেতেছেন টিম সাউদি, ফাইল ছবি

পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই তার মাতৃভূমির প্রতি টান থাকে, ভালোবাসা থাকে। জন্মভূমির প্রতি এমন আবেগ থাকার পরও এমন অনেকেই আছেন, যাদের কাজের সূত্রে কিছু কিছু সময় নিজের দেশের প্রতিপক্ষ হতে হয়। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে এমন ঘটনা অহরহই দেখা যায়। যেমনটা ঘটেছে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে। 


নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ম্যাককালামের কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নিজের দেশের বিপক্ষেই। দেশকে ভালোবাসলেও এই কিউইর মতে, কাজটা সবার আগে কারণ এটা তার কর্তব্য। তাই  কিউইদের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজে ইংলিশদের জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যাককালাম। 


তিনি বলেন, 'যারাই জিতুক না কেন, খেলাটা সবাইকে আনন্দ দেবে। মানুষ সবাই তার দেশকে ভালোবাসে, নিজের দলকে জয়ী হিসেবে দেখতে চায়। কিন্তু আমরা টেস্ট ক্রিকেটটাকেই আরও আনন্দদায়ক করতে চাই, দর্শক খেলা দেখে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে যেন ফিরতে পারে, সেটা নিশ্চিত করতে চাই।’ 


promotional_ad

এদিকে ম্যাককালাম হেড কোচ এবং স্টোকস অধিনায়ক হওয়ার পর একেবারেই পাল্টে গেছে ইংল্যান্ড টেস্ট দলের চেহারা। সাম্প্রতিক সময়ে আগ্রাসী ক্রিকেট খেলে সফলতা পাচ্ছে ইংল্যান্ড। ম্যাককালামের ডাকনাম 'বাজ' এর সঙ্গে মিলিয়ে তাদের এই আগ্রাসী ক্রিকেটের নাম দেয়া হয়েছে 'বাজবল তত্ত্ব'।


আরো পড়ুন

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন

৬ ঘন্টা আগে
ফিন অ্যালেন, ফাইল ফটো

খেলোয়াড় হিসেবে শুরু থেকেই আক্রমণাত্বক দর্শনে বিশ্বাসী ছিলেন ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে এসেও বদলায়নি ম্যাককালামের দর্শন। পাশাপাশি স্টোকস বরাবরই লড়াকু মানসিকতার। আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন, কখনো হাল ছাড়েন না। আক্রমণাত্বক মানসিকতার এই দুজনকে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের দায়িত্ব দেয়ায় অনেকের মাঝে হিতে বিপরীত হওয়ার শঙ্কাও ছিল। তবে সব শঙ্কা দূর করে অভিষেক সিরিজেই বাজিমাত করেছেন তারা।


নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করেছিলেন স্টোকস-ম্যাককালাম জুটি। এই সিরিজে নতুন ব্র্যান্ডের এক ইংল্যান্ড দল দেখেছে ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে এই সিরিজ দিয়ে নতুন যুগে পা রাখে ইংলিশদের টেস্ট ক্রিকেট।


স্টোকস-ম্যাককালাম জুটি দায়িত্ব নেয়ার পর এখনও পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। যেখানে এক হারের বিপরীতে ৯ ম্যাচেই জয় পেয়েছে ইংলিশরা। এই সময়ে ওভারপ্রতি ৪.৭৭ করে রান তুলেছে ইংলিশ ব্যাটাররা। নতুন এই তত্ত্বে সাদা পোশাকে তারা কতটা প্রভাব বিস্তার করে খেলেছে, তা বুঝার জন্য এই পরিসংখ্যানটাই বোধহয় যথেষ্ট। তবে ম্যাককালাম জানালেন, তিনি শুধুই ক্রিকেটারের সেরাটা বের করে আনতে চান, ফলাফলের দিকে খুব একটা নজর দেন না।


ইংল্যান্ডের টেস্ট কোচ বলেন, 'হ্যাঁ, আমরা দারুণ শুরু করেছি। ফলাফলও আমাদের পক্ষে আসছে। যদিও ফলাফল নিয়ে আমি ভাবি না। জানি, আমাদের ফলাফল দিয়েও বিচার করা হয়, কিন্তু ফলাফলের দিকে আমি ও আমার অধিনায়ক মনোযোগ দিই না। আমরা শুধু চাই দলের ক্রিকেটাররা এমন কৌশলে ক্রিকেটটা খেলুক, যাতে তারা তাদের প্রতিভা প্রদর্শনের সর্বোচ্চ সুযোগটা পায়।’


চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামছে ইংল্যান্ড। আগামী ১৬ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুই টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball