promotional_ad

ভারতে অস্ট্রেলিয়ার 'দুঃস্বপ্ন' দেখছেন পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং

২১ জুন ২৫
ফাইল ছবি

চলতি ভারত সফরকে সামনে রেখে আটঘাট বেধেই প্রস্তুতি নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে প্রথম টেস্টের প্রথম দিনের পরই বলে দেয়া যায় শুরুটা প্রত্যাশামাফিক করতে পারেনি অজিরা। কারণ প্রথম ইনিংসে তারা ভারতের সামনে অল আউট হয়ে গেছে ১৭৭ রানে।


জবাবে ভারত দিন শেষ করেছে ১ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক তো বলেই দিয়েছেন এই ভারত সফরটি হতে চলেছে অস্ট্রেলিয়া দলের জন্য 'দুঃস্বপ্ন'। কানপুরের উইকেটে প্রথম দিন ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা।


promotional_ad

প্রথম দিনে পড়া ১১ উইকেটের মধ্যে ৯টিই গেছে স্পিনারদের ঝুলিতে। এর মধ্যে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা ৪৭ রানে শিকার করেছেন  ৫ উইকেট। তার সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। নাগপুরের উইকেট যে এমন আচরণ করবে সেটা আগেই অনুমান করেছিলেন পন্টিং।


আরো পড়ুন

ফেরার ম্যাচে ছিটকে গেলেন হেজেলউড

১৭ ডিসেম্বর ২৪
চোট থেকে ফিরেই আবারও চোটে পড়লেন জশ হেজেলউড

তিনি বলেন, 'আজকের (প্রথম দিনের) উইকেট এমন আচরণ করবে, আমি এটাই ধারণা করেছিলাম। কিছুদিন আগে পিচ দেখার পর যখন এটা নিয়ে সবাই আলোচনা শুরু করে তখন আমিও দেখেছি। ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারানোর সেরা উপায় টার্নিং উইকেট তৈরি করা।'


উপমহাদেশের বাইরের দলগুলো ঘরের মাঠে পেস বান্ধব উইকেটে খেলেই অভ্যস্ত। এ কারণেই ভারত স্পিন বান্ধব উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে চায়। এবারও ব্যতিক্রম হয়নি। এই বিষয়ে খোলাসা করে পন্টিং বলেছেন, 'একটি কারণ, আমাদের ব্যাটসম্যানদের জন্য এই উইকেটে খেলা কঠিন হবে। আরেকটি হলো, তারা মনে করে তাদের স্পিন বোলাররা অস্ট্রেলিয়ার চেয়েও ভালো।'


ভারত যেখানে অভিজ্ঞ স্পিনারদের নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুঁড়িয়ে দিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে অভিষিক্ত টড মার্ফি রয়েছেন। এই জায়গাতেই ভারতের চেয়ে অস্ট্রেলিয়া পিছিয়ে পড়েছে বলে মনে করেন সাবেক এই অজি অধিনায়ক।


তার ভাষ্য, 'অস্ট্রেলিয়া দুইজন অফ স্পিনার নিয়ে খেলছে এখানে, যাদের একজন অভিষিক্ত। আর এই জায়গায়ই ভারত এগিয়ে। তাই আমি বুঝতে পারছি কেন এমন পিচ বানানো হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball