promotional_ad

শীর্ষ দুইয়ে থেকে সেরা চারে সিলেট

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন

১৮ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

প্রথম কোয়ালিফায়ারে খেলতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারানোর বিকল্প ছিল না সিলেট স্ট্রাইকার্সের। এমন সমীকরণের ম্যাচে খুলনাকে মাত্র ১১৩ রানে আটকে দেন ইমাদ ওয়াসিম-তানজিম হাসান সাকিবরা। সহজ লক্ষ্য তাড়ায় ১০ রানে ২ উইকেট হারালেও জাকির হাসানের হাফ সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটের সহজ জয় পায় সিলেট। এমন জয়ে শীর্ষ দুই নিশ্চিত করে সেরা চারে মাশরাফি বিন মুর্তজার দল।


মিরপুরে জয়ের জন্য ১১৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খানিকটা বিপাকেই পড়ে সিলেট। টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তালিকায় থাকা তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন দ্রুতই। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সবশেষ দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করা হৃদয়।


দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ৫ রানে। পরের ওভারে আউট হয়েছেন শান্তও। নাহিদুল ইসলামের খানিকটা লাফিয়ে উঠা ডেলিভারিতে সুইপ করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। টপ এজ হওয়ায় শাই হোপের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরতে হয় ৩ রান করা শান্ত। ১০ রানে ২ উইকেট তুলে নেয়ার পরও সিলেটকে চেপে ধরতে দেননি জাকির ও মুশফিকের জুটি।


লক্ষ্য খুব বেশি বড় না হওয়ায় দেখেশুনে ব্যাটিং করতে থাকেন তারা দুজন। দলের প্রয়োজনে ৪৪ বলে দারুণ এক হাফ সেঞ্চুরি করেন জাকির। হাফ সেঞ্চুরির পর অবশ্য বাঁহাতি এই ব্যাটারকে বেশিক্ষণ টিকতে দেননি হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনারের বলে স্লগ সুইপ করতে গিয়ে নাহিদুলের হাতে ক্যাচ দেন জাকির। সিলেটের জয়ের ভিত গড়ে দেয়া জাকির আউট হয়েছেন পঞ্চাশ ছুঁয়েই।


promotional_ad

একই ওভারের শেষ বলে আউট হয়েছেন মুশফিক। মুরাদের বলে রায়ান বার্লে খেলা শটে নন স্ট্রাইক প্রান্তে রান আউট হন তিনি। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নেয়া মুশফিক এদিন ফিরেছেন ৩৯ রান করে। এরপর বার্ল ও গুলবাদিন নায়েব মিলে সিলেটের জয় নিশ্চিত করেন। বার্ল ১২ এবং গুলবাদিন অপরাজিত ছিলেন ২ রানে।


আরো পড়ুন

বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব

৩১ জানুয়ারি ২৫
সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে তানজিম সাকিব, ক্রিকফ্রেঞ্জি

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় খুলনা। ইমাদের সোজা ডেলিভারিতে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন মুনিম শাহরিয়ার। চতুর্থ ওভারে ফিরতে পারতেন অ্যান্ড্রু বালবির্নিও। রুবেল হোসেনের বলে মিড উইকেটে আয়ারল্যান্ডের এই ব্যাটারের ক্যাচ ছাড়েন জাকির। পরের ওভারে বোলিংয়ে এসে হোপকে ফেরান তানজিম সাকিব।


ডানহাতি এই পেসারের বলে এজ হয়ে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে ক্যাচ দেন ৯ রান করা এই ব্যাটার। এদিকে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি বালবির্নি। রুবেলের লেংথ ডেলিভারিতে তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। থিতু হওয়ার চেষ্টা করলেও টিকতে পারেননি ইয়াসির আলী রাব্বি। ১২ রান করা ডানহাতি এই ব্যাটারকে বোল্ড করেন ইমাদ।


বেশ কয়েক ম্যাচ পর সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি সাব্বির রহমান। রুবেলকে উইকেট দিয়ে মাত্র ৬ রানে ফেরেন তিনি। মাহমুদুল হাসান জয় ও নাহিদুল মিলে চেষ্টা করলেও দলের রান ১১৩ এর বেশি করতে পারেননি। জয় ৪১ আর নাহিদুলের ব্যাট থেকে এসেছে ২২ রান। সিলেটের হয়ে তানজিম সাকিব তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন ইমাদ ও রুবেল।


সংক্ষিপ্ত স্কোর:


খুলনা টাইগার্স- ১১৩/৮ (২০ ওভার ) (জয় ৪১, নাহিদুল ২২, ইয়াসির ১২; তানজিম সাকিব ৩/২২, ইমাদ ২/১০, রুবেল ২/২৪)


সিলেট স্ট্রাইকার্স- ১১৪/৪ (১৭.৩ ওভার) (জাকির ৫০, মুশফিক ৩৯; সাইফউদ্দিন ১/১৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball