‘বিজয় বোধহয় মাঠে নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারে না’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুধু বিজয়ের ওপর দোষটা দেয়াটা বোকামি হবে: শান্ত
২৮ জুন ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরগুলোতে সাধারণত রানের মধ্যেই থাকেন এনামুল হক বিজয়। যদিও এবারের আসরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না এই টপ অর্ডার ব্যাটার। ভালো শুরুর পরও দৃষ্টিকটুভাবে আউট হয়েই ইনিংস শেষ হচ্ছে তার। স্কিল নয়, এসব ক্ষেত্রে বিজয়ের মনস্তাত্ত্বিক সমস্যাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ফরচুন বরিশালের কোচ নাজমুল আবেদীন ফাহিম।
বরিশালের হয়ে এখন পর্যন্ত ১১ ইনিংস খেলে ২২.৯০ গড়ে ২৫২ রান করেছেন বিজয়। এর মধ্যে মাত্র একটি ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ বলে ৭৮ রান করে ম্যাচ সেরা হন তিনি।
এ ছাড়া আর কোনও হাফ সেঞ্চুরি পাননি বিজয়। ম্যাচের পর ম্যাচ বাজে শট খেলেই আউট হতে দেখা গেছে তাকে। অথচ অনুশীলনে দুর্দান্ত সব শট খেলে থাকেন বিজয়। ম্যাচের পারফরম্যান্স আর নেটের অনুশীলনে একেবারেই মিল নেই তার ক্ষেত্রে। এসব নজর এড়ায়নি ফাহিমের।

বিজয়ের ক্যারিয়ারের শুরু থেকেই তাকে দেখা ফাহিম বলেন, 'বিজয়কে (এনামুল হক) যথেষ্ট ভালো মনে হচ্ছে বাইরে, যখন অনুশীলন করছে। কিন্তু যখন খেলতে নামে, ও বোধহয় নিজের আবেগটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে মনে হয় একটু সমস্যা হয় ওর। যতটুকুর মধ্যে থাকা উচিত, অনেক সময় এর বাইরে চলে যায়। মাঝেমধ্যে যেটা দেখি যে, ঝুঁকি ওর যতটুকু নেওয়া উচিত, তার চেয়ে বেশি নেয়।'
জিম্বাবুয়ের বিপক্ষে হার ফাহিমের কাছে ‘পেইনফুল—বিব্রতকর’
২৪ এপ্রিল ২৫
ফাহিমের মতে, পাওয়ার প্লে'র চলার সময় প্রায়ই ভুল শট খেলছেন বিজয়। অভিজ্ঞ এই ওপেনার বল নির্বাচনেও মুন্সিয়ানা দেখাতে পারছেন না। যার কারণে শুরুতে সেভাবে ছন্দ খুঁজে পাচ্ছে না বরিশাল।
বর্ষীয়ান এই কোচ আরও বলেন, 'প্রতিপক্ষ সব দলেই ভালো কিছু বোলার থাকে, যারা পাওয়ার প্লেতে বল করে। তাদেরকে সেই সম্মানটুকু দেওয়া জরুরি। সেখানে বল নির্বাচন ঠিক হওয়া জরুরি যে কোনটাকে কীভাবে কাজে লাগাব। সেই জায়গায় বোধহয় ওর কিছুটা ঘাটতি আছে। কিন্তু অনুশীলনে দেখছি অনেক ভালো ভালো শট খেলছে। কিন্তু অনুশীলন ও ম্যাচের মধ্যে পার্থক্য বলে যে কথা আছে, এখানে সেটাই ঘটছে।'
উইকেটে নামলে অতিরিক্ত আবেগ ব্যাটিংয়ের ধরনকে প্রভাবিত করে বলে ক্রিকেটে একটা কথা প্রচলিত আছে। ফাহিমও বিশ্বাস করেন তা। আর এটাই বিজয়ের রান না পাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।
ফাহিম আরও বলেন, 'যেটা হয় যে, ব্যাট হাতে মাঠে গেলে অনেক সময় ইমোশন আমার পরিকল্পনাকে দূরে সরিয়ে দেয় অনেক সময়। পরিকল্পনা যেটা থাকে, তা আবেগের কারণে অন্য দিকে চলে যায়। সিদ্ধান্ত অনেক সময় ঠিক হয় না। কিন্তু আউট হওয়ার পরপরই মনে হয়, ‘এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো।’ এরকমই হচ্ছে।'