promotional_ad

হাথুরুসিংহে ভালো মানুষ, কারো পেছনে কথা বলে না: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফারুকের বিদায়ের পর মুখ খুললেন হাথুরুসিংহে

৩১ মে ২৫
ফারুক আহমেদ ও চান্ডিকা হাথুরুসিংহে

চান্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে একটা কথা চাউর আছে, তিনি নাকি কড়া হেড মাস্টারের মতো। তবে এমন ধারণা উড়িয়ে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তার চোখে লঙ্কান এই কোচ অনেক ভালো মানুষ। অন্যদের মতো কারো পেছনে কথা বলেন না।


হাথুরুসিংয়ের এই ব্যাপারটিই বেশি ভালো লাগে সুজনের। কদিন আগেই এই লঙ্কান কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সবদিকে জল্পনা-কল্পনা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদ কেমন হবে। সুজন অবশ্য তাকে নিয়ে বেশ আশাবাদী। এই কোচের অধীনে থাকাকালীনই ড্রেসিংরুম সবচেয়ে পরিছন্ন ছিল।


promotional_ad

সুজন বলেন, 'সবচেয়ে পরিছন্ন ড্রেসিং রুম ছিল যখন হাথু ছিল। আমরা সবসময় একটা কথা বলি, মিডিয়াতেও আগে শুনি, কড়া হেড মাস্টার বলে কথা বলে বোধ হয়, আমার মনে হয় যে রকম কড়ার কথা আমরা বলি সেরকম কিন্তু ও না। হ্যা, ও যেটা হয়...আমি ব্যক্তিগতভাবে কী চাই, আপনি আমাকে পেছনে কথা না বলে সামনে কথা বলেন। এটা একটা ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি হাথু ভালো মানুষ। যা বলে, পেছনে কথা বলে না কাউকে, ও যা বলে সামনে কথা বলে।'


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব ছিলেন হাথুরুসিংহে। সেই সময় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব, পছন্দের ক্রিকেটারদের দলে সুযোগ দেয়ার মতো বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সুজন অবশ্য জানিয়েছেন, বাংলাদেশের এই কোচ যা বলার সবার সামনেই বলেন। এই গুণটাই ভালো।


সুজনের ভাষ্য, 'পেছনে গসিপিং করার চেয়ে একটা খেলোয়াড়কে যদি সামনে বলেন তোমার থেকে আমি এটা চাই বা তোমার এই জিনিসটা ভালো না। এতে খারাপ কিছু তো দেখি না। এটা যদি কড়া হেড মাস্টার হয়ে যায়, তাহলে কড়া হেড মাস্টার। কিন্তু আমি মনে করি, আমি অনেক কোচের সঙ্গে কাজ করেছি বাংলাদেশে, যারা সামনে একরকম আবার পেছনে অন্যরকম কথা বলে। হাথুর ব্যাপারে একটা কথা বলবো, ওর এই গুণটা আমার দারুণ লাগে যে ও যা বলে সামনে বলে।'


হাথুরুসিংহেকে নিয়ে বিতর্ক থাকলেও তার অধীনেই বাংলাদেশ একটি পরিপূর্ণ দল হয়ে উঠেছিল। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের সাফল্য এখন তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। দ্বিতীয় মেয়াদে ফিরে হাথুরুসিংহে নিজের অভিজ্ঞতা উজার করে দিতে পারবেন বলেই বিশ্বাস সুজনের।


তিনি বলেন, 'হাথুরু অবশ্যই বাংলাদেশের জন্য কাজ করে গেছে। আমাদের খেলোয়াড়দের খুব ভালো করে চেনে। আমাদের ক্রিকেট খুব ভালোভাবে ওর নখদর্পনে আছে। আমি তো ভালো কিছু প্রত্যাশা করি। সময়ই বলে দেবে আসলে কী হয়। তখন যখন হাথু এসেছে, অনেক তরুণ ছিল, ৪০ বছর বয়স, এখন তো অভিজ্ঞ হাথুকে পাবো, ম্যাচিউরড অনেক। আমি আশা করি ভালো কিছু হবে। দেখা যাক, ভালো হওয়ার চিন্তা করেই বিসিবি আনছে ওকে। ওই ভালোটা ডেলিভার করবে বলে আশা করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball