বিপিএলে শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না তামিমের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের
৮ জুলাই ২৫
পুরোনো পিঠের চোটে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। ফলে খুলনা টাইগার্সের হয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এবারের বিপিএলের শুরু থেকেই ভালো খেলেনি খুলনা। দুই ম্যাচ জিতলেও শেষ চারে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের। খুলনা বাজে ফর্মে থাকলেও ব্যাট হাতে ছন্দেই ছিলেন তামিম।

তামিমের না থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। আগামী ১ মার্চ থেকে আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
তামিম এর আগেই সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা তা সেটাই এখন দেখার বিষয়। তামিমের খেলার সুযোগ থাকলেও ইংল্যান্ড সিরিজের কথা ভেবেই তাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাইবে না বিসিবি।
চলতি বিপিএল ১০ ম্যাচে ৩৩.৫৫ গড় ও ১২২.২৬ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছেন তামিম। আসরে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তামিমের এমন ফর্মের পরও দলের অন্যদের ব্যর্থতা পুরো আসরেই ভুগিয়েছে খুলনাকে।