promotional_ad

ইফতিখার ঝড়ের পর জানাতের আগুনের পুড়লো খুলনা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আরো পড়ুন

বিপিএলের জন্য ৬ বিদেশিকে দলে নিয়েছে বরিশাল

২৯ জুন ২৫
দলের সঙ্গে বরিশালের বিদেশি ক্রিকেটার জেমস ফুলার

গত ম্যাচের মতোই আজ দুর্দান্ত শুরু করেছিলেন শাই হোপ। বড় লক্ষ্য তাড়ায় হোপের ব্যাটেই আশা দেখেছিল খুলনা টাইগার্স। কিন্তু ৩৭ রানে থেমেছেন এই ক্যারিবিয়ান। এরপর ইয়াসির আলি ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেললেও সেটা ছিল প্রয়োজনের তুলনায় ধীরগতির। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পেরেছে খুলনা। তাতে ৩৭ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা আরও পাকাপোক্ত করলো হোপের দল।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তামিম ইকবালকে হারায় তারা। এই অভিজ্ঞ ওপেনারকে বোল্ড করে টাইগার্স শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। 


অবশ্য তিনে নেমে শুরুর এই ধাক্কা সামাল দেন হোপ। খুলনা অধিনায়ক এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন।ভালো শুরু করলেও অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে ৩৭ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে চারটি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মারও ছিল।


এদিন চারে নেমে সুবিধা করতে পারেননি মাহমুদুল হাসান জয়। এই তরুণ ব্যাটার পুরো আসর জুড়েই নিজেকে হারিয়ে খুঁজছেন। এদিনও তার সামনে ফেরার সুযোগ ছিল। তবে পারেননি তিনি। সাজঘরে ফিরেছেন ডাক খেয়ে। 


promotional_ad

৫৪ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ধুকছিল খুলনা। এমন সময় দলের হাল ধরেন ইয়াসির এবং নাহিদুল ইসলাম। নাহিদুল ২৪ রান করে সাজঘরে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রাব্বি। তার ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৬০ রান।


আরো পড়ুন

ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন

১৮ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে খুলনা। তাতে ৩৮ রানের জয় পেয়েছে কুমিল্লা। তাদের হয়ে ২৯ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার করিম জানাত।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন ফরচুন বরিশালের দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় বলে ছক্কা মেরে এদিন বরিশালের রানের খাতা খুলেন এনামুল হক বিজয়। অবশ্য আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৮ বলে ১৩ রান করা বিজয়কে সাজঘরে ফিরিয়ে বরিশাল শিবিরে প্রথম আঘাত হানেন ভন ম্যাকারেন।


এরপর ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন ফজলে মাহমুদ রাব্বি। এই ওপেনার ২৮ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ৪১ রানের জুঁটি।  রাব্বির ফেরার পর ইব্রাহিম আর বেশিক্ষণ টিকতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২৩ রান।


এদিন চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন সাকিব আল হাসান। তিনি উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। বরিশাল অধিনায়ক ২১ বলে করেছেন ৩৬ রান। যেখানে এক চারের সঙ্গে চারটি ছক্কার মার ছিল। 


সাকিব ইনিংস লম্বা না করতে পারলেও এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইফতিখার আহমেদ। এই পাকিস্তানি অলরাউন্ডার ৩১ বলে করেছেন অপরাজিত ৫১ রান। যেখানে তিন চারের সঙ্গে  ৩টি ছক্কার মার ছিল। 


শেষদিকে উইকেটে এসে দারুণ ব্যাটিং করেছেন করিম জানাত। এই আফগান অলরাউন্ডারের ৮ বলে ১৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে বরিশাল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball