ইংল্যান্ড সিরিজের নিউজিল্যান্ড দলে ফিরলেন জেমিসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
১২ ঘন্টা আগে
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের নিউজিল্যান্ড দলে ফিরলেন কাইল জেমিসন। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন এই বোলিং অলরাউন্ডার। কেন উইলিয়ামসন টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর এই সিরিজের মাধ্যমে পূর্ণমেয়াদী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন টিম সাউদি।
গত বছরের জুনে এই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়েই পিঠের ইনজুরিতে পড়েন জেমিসন। সেই ইনজুরি গত জানুয়ারিতেই কাটিয়ে উঠেছেন তিনি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ফোর্ড ট্রফি ও সুপার স্ম্যাশে অকল্যান্ডের হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি।

১৪ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন ইস সোধিও। ২০১৮ সালের পর গত পাকিস্তান সিরিজে টেস্ট দলে ডাক পেয়েছিলেন সোধি। এই সফরে দুই ম্যাচে ১৩ উইকেট ও ব্যাট হাতে একটি দারুণ হাফ সেঞ্চুরি করায় ইংল্যান্ড সিরিজেও তাকে বিবেচনা করছে নিউজিল্যান্ডের নির্বাচক প্যানেল।
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন
১৮ ঘন্টা আগে
পাকিস্তান সফরের সেই দল থেকে রাখা হয়েছে উইকেটরক্ষক টম ব্লান্ডেল ও ফাস্ট বোলার ম্যাট হেনরিকেও। যদিও এই দুজনই হালকা ইনজুরিতে আক্রান্ত। পাকিস্তান সফরের এই দল থেকে বাদ পড়েছেন কেবল এজাজ প্যাটেল এবং গ্লেন ফিলিপস।
বে ওভালে ১৬ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজের প্রথম টেস্ট। ২৪ ফেব্রুয়ারি বেসিন রিজার্ভে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।
ইংল্যান্ড সিরিজের নিউজিল্যান্ড দল- টিম সাউদি (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, ইস সোধি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়েগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।