promotional_ad

বিশ্বকাপে বোল্টকে দিয়ে বোলিং শুরুর আশায় নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

বাধাহীনভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ও পরিবারকে সময় দিতে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নেন ট্রেন্ট বোল্ট। তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন বাঁহাতি এই পেসার। যদিও এরপর থেকে জাতীয় দলের বাইরে তিনি। তবে ভারত বিশ্বকাপে তাকে পাওয়ার আশায় নিউজিল্যান্ড।


সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন বোল্ট। বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যায়নি তাকে। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের খেলার কারণে ভারত সফরে যাওয়া হয়নি বোল্টের।


promotional_ad

৩৩ বছর বয়সি পেসার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বোল্টের জন্য দুয়ার খোলা আছে বলে জানান এনজেডসির প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন। প্রধান কোচ গ্যারি স্টেডের সঙ্গে বাঁহাতি এই পেসারের নিয়মিত কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


আরো পড়ুন

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন

১৮ ঘন্টা আগে
ফিন অ্যালেন, ফাইল ফটো

এ প্রসঙ্গে এসইএনজেড এর সঙ্গে আলাপকালে লারসেন বলেন, ‘তার জন্য দরজা খোলা। (কোচ) গ্যারি স্টেড ও ট্রেন্ট নিয়মিত কথা বলছে। আমরা সবাই বোল্টের রেকর্ড-অর্জন, অভিজ্ঞতা সম্পর্কে জানি। সে ম্যাচ জেতানো কতটা দুর্দান্ত ক্রিকেটার এবং আমাদের জন্য যে অনেক বছর ধরে সেই কাজটি করে আসছে, সেটা জানি।’


পাওয়ার প্লেতে পেসার হিসেবে সুখ্যাতি রয়েছে বোল্টের। দলের প্রয়োজনে উইকেট এনে দেয়ার সঙ্গে দুইদিকে বল সুইং করিয়ে ব্যাটারদের ভড়কে দিতে পারেন তিনি। এদিকে বোল্টের নিয়মিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা বাড়তি সুবিধা দিতে পারে নিউজিল্যান্ডকে। বোল্টকে তারা দলে চান বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধান নির্বাচক।


লারসেন বলেন, ‘আমরা চাই সে দলে থাকুক, তাকে দলে রাখতে চাই। তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছি, তাই আমরা তার সঙ্গে কাজ চালিয়ে যাব। বছরের শেষে বিশ্বকাপ আছে…ট্রেন্ট বোল্ট আমাদের জন্য বোলিং শুরু করবে, এই আশায় আছি আমি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball