promotional_ad

বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুর শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং কাপের ফাইনালে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। ইমার্জিং কাপে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে বাংলাদেশকে করতে হবে ৩০২ রান। প্রথমে ব্যাটিং করে রোহেল নাজিরের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০১ রানের পুঁজি পায় পাকিস্তান।


এদিন টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং করতে নামা পাকিস্তানকে শুরুতেই বিপদে ফেলে দেন পেসার সুমন খান। স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই ওপেনার উমাইর ইউসুফকে বিদায় করেন তিনি। 


এরপর দলীয় ৪১ রানে আরেক ওপেনার হায়দার আলীকে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান সুমন। ৪১ রানে দুই উইকেট হারালেও সাউদ শাকিল এবং রোহেল নাজিরের ব্যাটে দলীয় ১০০ পার করে পাকিস্তান। দলের দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নিজেদের মধ্যে শত রানের জুটি গড়েন রোহেল নাজির এবং ইমরান রফিক।



promotional_ad

পাশাপাশি ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তারা। তবে তাদের ১১৭ রানের ১১৭ রানের জুটি ভেঙ্গেছেন অফ স্পিনার  মেহেদী হাসান। ইমরান রফিককে ৬২ রানে বিদায় করেন এই স্পিনার। তবে অপরপ্রান্তে থাকা নাজির অধিনায়ক সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন।


তাঁদের ব্যাটে ৪০ ওভারে দলীয় ২০০ পার করে পাকিস্তান। ব্যক্তিগত ২৪ রানে ইয়াসির আলি রাব্বির হাতে জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নেন রোহেল নাজির। তবে হাসান মাহমুদের বলে ব্যক্তিগত ১১৩ রানে লেগ বিফরের ফাঁদে পরেন তিনি।


নাজির ফিরলেও সাউদ শাকিলের সঙ্গে জুটি গরেন পরের ব্যাটসম্যানরা। শেষের দিকে খুশদিল শাহ ১৬ বলে ২৭ এবং আহমেদ বাট করেন ৭ বলে ১৫ রান। ৪০ বলে ৪২ করে ফেরেন অধিনায়ক শাকিল। ৩০১ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।   


সংক্ষিপ্ত স্কোরঃ



পাকিস্তানঃ ৩০১/৬ (৫০ ওভার)


(নাজির ১১৩) (সুমন খান ৩/৭৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball