টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জাহানারা-সানজিদার উন্নতি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে উন্নতি হয়েছে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার জাহানারা আলম এবং সানজিদা ইসলামের।
টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান সানজিদা। যে কারণে ব্যাটসম্যানদের মধ্যে ১১ ধাপ উপরে ৭৫তম স্থানে উঠে এসেছেন তিনি। র্যাঙ্কিংয়ে তাঁর রেটিং পয়েন্ট ৩০১।

বল হাতে আলো ছড়িয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ডানহাতি পেসার জাহানার। ২২ ধাপ উপরে উঠে এসেছেন তিনি। বোলারদের মধ্যে অবস্থান ১৫তম। তাঁর রেটিং পয়েন্ট ৬১৫।
মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটিস। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে ডানহাতি এই ব্যাটসম্যান। বোলারদের মধ্যে ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার মেগান স্কাট।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়ার এলিস পেরি। তাঁর রেটিং পয়েন্ট ৩৮২। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন রয়েছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে। সালমার রেটিং পয়েন্ট ২৬৫।