৭ রানেই অলআউট, প্রতিপক্ষ জিতেছে ৭৫৪ রানে!

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কুল ক্রিকেটে অকল্পনীয় এক নজির তৈরি করেছে মুম্বাইয়ের পরিচিতি টুর্নামেন্ট হ্যারিস শিল্ড। বুধবার (২০ নভেম্বর) এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের নক আউট পর্বের ম্যাচে একটি দল ৭ রানেই আউট হয়েছে এবং প্রতিপক্ষ জিতেছে ৭৫৪ রানে!
ম্যাচটিতে ৭ রানে আউট হওয়া দল চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুল। প্রতিপক্ষ স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের দেয়া ৭৬২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৬ ওভার ব্যাটিং করে ৭ রানে গুটিয়ে গেছে তারা।

চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলের কোনো ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি। ৬টি ওয়াইড এবং একটি বাই ছিল দলটির প্রাপ্তি। প্রতিপক্ষ স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে ৩ রানে ৬ উইকেট নিয়েছেন অলক পাল।
প্রথমে ব্যাটিং করে ৩৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬০৫ রান সংগ্রহ করে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুল। নির্ধারিত তিন ঘণ্টায় ৬ ওভার কম বল করায় ১৫৬ রানের পেনাল্টি দিতে হয় চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুলকে। যার ফলে লক্ষ্য দাঁড়ায় ৭৬২ রানের।
স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে ১৩৪ বলে ৫৬ চার এবং ৭ ছক্কায় অপরাজিত ৩৩৮ রানের ইনিংস খেলেন মিত মায়েকার। এ ছাড়া ৯৫ রানের ইনিংস খেলেন কৃষ্ণা পার্তে।