আফগানিস্তানকে এভাবেই হারানো উচিতঃ সৌম্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে ইমার্জিং কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ের পেছনে ৬১ রানের ইনিংস খেলে বড় অবদান রাখেন সৌম্য সরকার। যে কারণে ম্যাচ সেরাও নির্বাচিত হন এই ওপেনার।
এবারই প্রথম ইমার্জিং কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এই জয় ফাইনালে নাজমুল হোসেন শান্তর দলকে আত্মবিশ্বাস দেবে বলে আশাবাদী সৌম্য।
সেই সঙ্গে বাংলাদেশের নিচে যেসব দল আছে তাদের বিপক্ষে এভাবে দাপুটে জয় পেলে দলের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে জানিয়েছেন সৌম্য। এছাড়া এই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল শান্তবাহিনী।

সৌম্য বলেন, `না অবশ্যই, আমরা এই টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলছি আজকেও সেভাবেই খেলার চেষ্টা করেছি। সবার মধ্যে জেতার একটা আগ্রহ ছিল। আমি মনে করি আমাদের এভাবেই জেতা উচিত।`
`আমাদের থেকে থেকে নীচে সে সব দলগুলো আছে তাঁদের সঙ্গে এভাবেই দাপুটের সঙ্গে জিতলে আত্মবিশ্বাস আরও বাড়বে। এখানে রান করলে বা পারফরম্যান্স করলে আত্মবিশ্বাস আরও বাড়ে, এগুলো সামনের জন্য আরও ভালো কাজ করবে।` সৌম্য আরও যোগ করেন।
শনিবার পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে যে দল ভালো খেলবে সেই শিরোপা ঘরে তুলবে মনে করছে সৌম্য। তিনি আরও বলেন, `ক্রিকেট হচ্ছে দিনের বিষয়। আজকে একটা দিন চলে গেল, আরেকদিন সম্পূর্ণ নতুন দিন। যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। চেষ্টা থাকবে সবাই যেন নিজেদের সেরাটা দিতে পারে।`
এদিকে ক্রিজে ব্যাটিংটাকে উপভোগ করার চেষ্টা করছিলেন সৌম্য। ভালো বলে আউট হলেও সহজে সাজঘরে ফিরে যাওয়া মেনে নিতে চান না এই ওপেনার। সৌম্য আরও যোগ করেন `আসলে বলটা ভালো ছিল। আউট তো আউটই।
আউট হওয়ার পর সবার কাছে মনে হয় বাজে বল ছিল। এটা কেউনি নিতে পারে না, আমিও পারি না। চেষ্টা করি আউট না হওয়ার জন্য। ক্রিজে তক্ষণ থাকি চেষ্টা থাকে ব্যাটিংটা উপভোগ করার জন্য।`