promotional_ad

চতুর্থবারে ফাইনালের টিকিট পেল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। এরপরের দুই আসরে সেমিফাইনাল খেললেও ফাইনালের স্বপ্ন অধরা রেখেই বাড়ি ফিরতে হয় তাদের। তবে চতুর্থ আসরে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শনিবার পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলবে এই আসরের স্বাগতিকরা।


ফাইনালের টিকিট পেতে বৃহস্পতিবার আফগানিস্তানকে হারাতেই হতো বাংলাদেশকে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আফগানদের হেসে খেলে হারিয়ে প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ???চিত করে বাংলাদেশ। ৭ উইকেটের জয় তুলে নেয় শান্তবাহিনী।


বৃহস্পতিবার মিরপুরের শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশকে ২২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ এবং সৌম্য সরকারের ব্যাটে শুরুটা ভালোই করে বাংলাদেশ। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে নাঈম শেখকে ব্যক্তিগত ১৭ রানে বিদায় করেন আজমতউল্লাহ অমরজাই।


সঙ্গী নাঈমকে হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন সৌম্য। আফগান বোলারদের বিপক্ষে হাত খুলে ব্যাটিং করে শুরুতে উইকেট হারানোর চাপ কমিয়ে দেন এই অভিজ্ঞ ক্রিকেটার।



promotional_ad

শান্ত এবং সৌম্য মিলে জুটি গড়ে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন। একপ্রান্তে শান্ত দেখে শুনে খেললেও খানিকটা আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। তবে ব্যক্তিগত ৬১ রানে লেগ স্পিনার আব্দুল ওয়াসির বলে বোল্ড হন এই ওপেনার।


সৌম্য ফিরলেও ইয়াসির আলি রাব্বির সঙ্গে জুটি বেঁধে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত। কিন্তু তিনিও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইনিংস লম্বা করতে পারেনি। একই বোলারদের বিপক্ষে আউট হওয়ার আগে শান্তর ব্যাট থেকে আসে ৫৯ রান।


শান্ত বিদায় নিলেও ইয়াসির রাব্বির সঙ্গে জুটি গড়েন তরুন আফিফ হোসেন। দুজনের ব্যাটে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে ৬১ বল হাতে রেখে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 


আফিফ হোসেন ৪৫ এবং ইয়াসির আলি ৩৮ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে ২টি উইকেট নেন আব্দুল ওয়াসি। ১টি উইকেট নেন আজমত উল্লাহ অমরজাই। এই জয়ের ফলে পাকিস্তানের সঙ্গী হল স্বাগতিক বাংলাদেশ।


সংক্ষিপ্ত স্কোরঃ



আফগানিস্তানঃ ২২৮/৯ (৫০ ওভার) (ডারউইশ রাসুলি ১১৪) (হাসান মাহমুদ ৩/৪৮, সৌম্য সরকার ৩/৫৮)  


বাংলাদেশঃ ২২৯/৩ (৩৯.৫ ওভার) (রাব্বি ৩৮*, আফিফ ৪৫*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball